বরিশালে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

বরিশালে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনেস্তার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে রিপোর্টার্স ইউনিটি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

বক্তব্যে সাংবাদিকরা বলেন, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিকভাবে হেনেস্তার শিকার হয়েছেন। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা তার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। একই সঙ্গে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন বক্তারা।


সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দিন, ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, কবি হেনরী স্বপন, একাত্তর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের অপূর্ব অপু।