বরিশালে সাংবাদিক সমন্বয় পরিষদের নির্বাচন

সাংবাদিক সমন্বয় পরিষদের ২০২১ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম জহির, সম্পাদক এসএম জালাল।
সোমবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনার জিয়া শাহীন ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন কমিশনার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের তফসিল অনুযায়ী (২১ জানুয়ারী) মনোনয়নপত্র ক্রয়ের নির্ধারিত সময়ে ১১টি মনোনয়নপত্র বিক্রয় হয়। (২২ জানুয়ারী) ১১টি মনোনয়নপত্র জমা হয়। ২৩ জানুয়ারী ২০২১ইং বাছাই এরপর সকল মনোনয়নপত্র বৈধ হয়। ২৫ জানুয়ারী নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটিতে অন্য পদে যারা নির্বাচিত হয়েছে, সহ সভাপতি মো: মুরাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো কাওছার হোসেন, কোষাধ্যক্ষ কাজী খায়রুল আমিন। নির্বাহী সদস্য নামের (অধ্যক্ষর অনুযায়ী) অরুণ কুমার বিশ্বাস, আলহাজ্ব কে এম তারেকুল ইসলাম অপু, এম. মিরাজ হোসাইন, কে এম এনায়েত হোসেন, মনবীর আলম খান।
উল্লেখ্য দপ্তর সম্পাদক, সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও একজন নির্বাহী সদস্যের মনোনয়নপত্র বিক্রি না হওয়ায় উক্ত পদ শূণ্য রয়েছে।