বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন
বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন্টারনিউজ ও নিউজ নেটওয়ার্ক নামে দুটি সংস্থা যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
গতকাল রোববার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সাংবাদিক সাইফুর রহমান মিরণের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারনিউজের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন আহমেদ এবং নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও সম্পাদক শহিদুজ্জামান সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দেশের তথ্য উপাত্ত তুলে ধরেন।
ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ এইচএম আলাউদ্দিন, মুহাম্মদ নুরুজ্জামান ও সুকান্ত চন্দ্র হালদার।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে জাতীয় ও আঞ্চলিক দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলর ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, অননুমোদিত তথাকথিত কিছু অনলাইন পোর্টাল এবং অনলাইন টেলিভিশন গণমাধ্যমকে কলুশত করছে। তারা ব্যবসায়িক এবং অন্যান্য স্বার্থে তাদের নামের পাশে সাংবাদিক লিখছে বা ব্যবহার করছে। যা মূলধারার গণমাধ্যমকে প্রশ্নের মুখে ফেলছে। প্রকৃত সাংবাদিকদের সম্মান এবং স্বার্থ রক্ষায় তথা কথিত সাংবাদিকদের লাগাম টেনে ধরার উচিত বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।