বরিশালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশালে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সংবাদিক নুরুল আলম ফরিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর, সাংবাদিক গিয়াস উদ্দিন সুমন ও রাহাত খান সহ অন্যান্যরা। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বরিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আলম রায়হানের উপর হামলকারীদের গ্রেফতার সহ দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান।