বরিশালে সাদা পায়রা উড়িয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী র‌্যালী

বরিশালে সাদা পায়রা উড়িয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের  উদ্বোধনী র‌্যালী

'জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন' স্লোগান নিয়ে দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বরিশালের কার্যক্রমের শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে উদ্বোধনী র‌্যালী অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন)  সকাল ১০ টায় জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং  পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এর আয়োজনে নগরীরর সার্কিট হাউজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মো. সোহেল মারুফ, যুগ্ম পরিচালক বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস বরিশাল মো. সাইদুর রহমান প্রমুখ।

নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর কার্যক্রম।