বরিশালে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

বরিশালে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

বরিশালে সুষ্ঠু-সুন্দর পরিবেশে এসএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন বিধি-নিষেধের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলার ১৭৮ কেন্দ্রে রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। তবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেয়ায় ততটা খুশী নয় মেধাবী শিক্ষার্থীরা। 

রবিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১১টায়। বরিশাল বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৭১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৬৯ জন, মানবিক বিভাগে ৬৯ হাজার ৭৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ২০৬ জন। গতকাল প্রথম দিন অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা। করোনাকালে গত বছর পরীক্ষা না হলেও এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে পেরে খুশী পরীক্ষার্থীরা। মাত্র ৩টি বিষয়ে পরীক্ষা হলেও অটোপাশের চেয়ে এই পরীক্ষা শ্রেয় বলে মন্তব্য করেন তারা। তবে ৩ বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে প্রকৃত মেধা যাচাই হবে না বলে আশংকা করেন তারা। 

এদিকে সন্তানরা পরীক্ষা দেয়ায় খুশী অভিভাবকরাও। এতে অন্তত কিছুটা হলেও মেধা যাচাই হবে বলে তারা মনে করেন। যারা বেশী পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে বলে প্রত্যাশা অভিভাবকদের।  

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাসে ১০০ নম্বর করে ৩টি বিষয়ে পরীক্ষা হচ্ছে। করোনা বিধি মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশী তিনি। 

এবার বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৮ হাজার ৪৭৫ জন ছাত্র এবং ছাত্রী ৫৬ হাজার ৫৯৬ জন। বিভাগে ১৭৮ টি কেন্দ্রের মধ্যে বরিশাল জেলায় ৬৩টি, ভোলায় ২৩টি, বরগুনায় ২২টি, পটুয়াখালীতে ৩০টি, পিরোজপুরে ২৩টি এবং ঝালকাঠি জেলায় ১৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।