বরিশালে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরিশালে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরিশালে যৌতুকের দাবি পূরণ না করায় স্ত্রীর মাথা ন্যারা করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বরিশাল কোতয়ালী মডেল থানায় যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গতকাল শনিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসা থেকে অভিযুক্ত মাদকাসক্ত শাওন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, হ্যাপি বেগম নামে ওই নারীর সঙ্গে তার মাদকাসক্ত স্বামীর পরিবারিক কলহ চলছিলো। এ ছাড়া শাওন সরদার ব্যবসা করার জন্য সম্প্রতি ওই নারীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবীকৃত যৌতুক না দেওয়ায় সে প্রায়ই তার স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিলো। সব শেষ গত শুক্রবার রাতে যৌতুকের দাবি পূরণ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় শাওন। এর এক পর্যায়ে ওই নারীর মাথার চুল ন্যারা করে দেয় স্বামী শাওন এমন অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত শনিবার হ্যাপী বেগম বরিশাল কোতয়ালী মডেল থানায় যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর রাতে ওই নারীর স্বামী শাওন সরদারকে পুলিশ গ্রেপ্তার করে বলে কোতয়ালী মডেল থানার ওসি জানান।