বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োাজিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলকে মিছিল করতে দেয়নি পুলিশ।
সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে।
এর আগে অশ্বিনী কুমার হলের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহসভাপতি মতিউর রহমান মিঠু, নুরুল ইসলাম কোটন, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমানসহ অন্যান্যরা।
বক্তারা কারান্তরীণ অসুস্থ্য বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন। একই সঙ্গে ঢাকায় বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহত হওয়ার প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হলেও অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ।