বরিশালে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

বরিশালের স্বেচ্ছাসেবকল দলের সবাবেশে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ বলেছেন, যারা এই দেশটাকে লুটপাট, শেয়ার মার্কেটে ধস, চুরি ডাকাতি করছে তাদের হাত থেকে এদেশের মানুষ মুক্তি চায়। তিনি আরও বলেন, এই দেশ আপনার আমার সকলের। এ দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের।
বুধবার বিকেল ৪টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে জেলা ও মহানগর সেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ফরিদ উদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, এই সরকার যত অপরাধ করেছে হাজার বছর সাজা দিলেও সেই সাজা শেষ হবে না। আমরা দেশ নেত্রীর মুক্তি চাই, সামনে আন্দোলনের ডাক আসছে সেই ডাকে সাড়া দিয়ে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগরের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু।
বক্তৃতা করেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা উত্তরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহীদুল্লাহ, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা উত্তরের সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও জেলা (উত্তর) সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।