বরিশালে হতদরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান জেলা প্রশাসক

করোনার হাত থেকে জনগনকে নিরাপদে রাখতে বরিশালের হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ১১, ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ডে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় প্রতি পরিবারকে ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াঁজ ও ১টি করে সাবান দেয়া হয়। প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বেশী মানুষ জড়ো না করে ১১ জনের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও একটি করে সাবান দেয়া হয়। বরিশাল নগরী এবং সদর উপজেলার ১০ হাজার পরিবারকে এই সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।
অপরদিকে নিজেকে এবং অপরকে নিরাপদে রাখতে বরিশাল নগরীতে মাইকিং করেছে সেনা বাহিনী। আজ বিকেলে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করে করোনা এড়াতে জনগনকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানায় সেনা বাহিনী।