বরিশালে হিজড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বুধবার ১২ জানুয়ারি দুপুর ১ টায় নগরীর কালিবাড়ি রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল ও উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল স্বপন কুমার মুখার্জি, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, উপপরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আক্তারুজ্জামান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারি পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল জাবির আহমেদসহ হিজড়া। আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল ও অন্যান্য অতিথিরা নগদ ৫০ হাজার টাকা তুলে দেন হিজড়াদের দলনেতা কবরী হিজড়ার হাতে পরে সকলের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।