বরিশালে হুইল চেয়ের পেলেন ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী

বরিশালে হুইল চেয়ের পেলেন ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী

বরিশালের ১৫০ জন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার পেয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই হুইল চেয়ার দেওয়া হয়। 

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রতিবন্ধীদের মাজে ওই হুইল চেয়ার তুলে দেন।


জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়েরর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর সহযোগিতায় ওই চেয়ার দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেলা আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ অন্যরা।

এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, প্রতিবন্ধীরা আমাদের পরিবারের একটি অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে।