বরিশালে হেরোইনসহ গ্রেপ্তার ২

বরিশালে হেরোইনসহ গ্রেপ্তার ২

বরিশাল নগরে অভিযান চালিয়ে হেরাইনসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

বুধবার (১০ আগস্ট) সকালে নগরের নথুল্লাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানেআটককৃতরা হলো-পটুয়াখালী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুই জনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে একশত গ্রাম হিরোইন ও একটি  মোবাইল সেটসহ উদ্ধার করেছে।