বরিশালে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল নগরীতে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পটুয়াখালীর দুমকি উপজেলার আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে সোহেল জোমাদ্দার (৩৬), আবুয়াল শরীফের ছেলে মোঃ সাইদুল শরীফ (৩০)
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২০ নং ওয়ার্ডের বৌদ্ধ পাড়া সোমালয় ভবনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানে কোতয়ালী মেডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি এর নেতৃত্বে এসআই মেহেদি হাসান সহ একটি টিম এতে অংশ নেয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।