বরিশালে ১২১ দুস্থ পেলেন ৪ লাখ ৭০ হাজার টাকার সহায়তা

বরিশালে ১২১ দুস্থ পেলেন ৪ লাখ ৭০ হাজার টাকার সহায়তা

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১২১ জন দুস্থ পেলেন ৪ লাখ ৭০ হাজার টাকার সহায়তা। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বরিশালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালীন ক্ষতিগ্রস্তদের হাতে মঞ্জুরীকৃত অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও দুইজন শিশুকে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।