বরিশালে ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে ওয়ার্কার্স পার্টি

রাস্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদ, বন্যা পরবর্তী পরিস্থিতিতে কৃষকদের বীনা সুদে ঋণ প্রদান এবং খেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০দিন করাসহ ১৩ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান, পার্টির সংগঠক ফাইজুল হক বালী ফারহিন, রতন চক্রবর্তী, মোজাম্মেল হক ফিরোজ, এইচ এম হারুন, শিখা রানী সেন, শামিল শাহরুখ তমাল, মিন্টু দে প্রমুখ।
বক্তারা তাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।