বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

বরিশালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, সার্ভিস বুক, নিয়োগ পত্র, শ্রমিক ছাঁটাই নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ সহ ১৫ দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তুষার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 
সংগঠনের সাধারণ সম্পাদক এ কে আজাদ একই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তুৃষার হোসেন, বরিশাল নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন।

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে এ ১৫ দফা দবি বাস্তবায়ন করতে  সরকারের কাছে অনুরোধ জানায় বক্তারা।