বরিশালে ১৫০ জন উদ্যোক্তাদের মিট আপ

"মুজিব শতবর্ষে উদ্যোক্তা হবে ঘরে ঘরে" বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর আয়োজনে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মিট আপ।
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আজ ১৬ জানুয়ারী, শনিবার বিকেলে আয়োজিত হয় উদ্যোক্তাদের মিট আপ অনুষ্ঠানটি।
বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত এই উদ্যোক্তা মিট আপ অনুষ্ঠানে ছিলো আলোচনা, নিজেদের লোগো এর সাথে ছবি তোলা, সামিটের আয়োজক টিম গঠন, সামিটের রেজিষ্টেশন, সেলার কোডের রেজিষ্টেশন। ছিলো আড্ডা, আনন্দ, সেলফ ব্র্যান্ডিং।
বরিশালের ১৫০ জন উদ্যোক্তা নিয়ে আজকে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর মিলন মেলার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর এডমিন সহ সামিটের আয়োজক টিমের সদস্যবৃন্দ এবং ঝালকাঠি জেলা উদ্যোক্তা পরিবার এর এডমিন রনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর প্রতিষ্ঠাতা ও এডমিন শাহেদ জামান।
আলোচনায় আরও কথা বলেছেন বিভিন্ন উদ্যোক্তারা। তারা কিভাবে দেখতে চাচ্ছে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব কে।
কি করলে আরও ভালো হয়, কিভাবে আরও এগিয়ে নেয়া যাবে এই উদ্যোক্তা গ্রুপকে।
আলোচনায় আরও ছিলো মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০ নিয়ে আলোচনা।
সকলের সম্মানিত উদ্যোগে আজকের মিট আপ ও মিলন মেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।