বরিশালে ১৭ মামলার আসামী গাঁজাসহ আটক

বরিশালে ১৭ মামলার আসামী গাঁজাসহ আটক

 

বরিশালে ৬ কেজী গাঁজাসহ আটক শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালাম এবং তার দুই সহযোগীকে কারাাগরে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

 গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার লামছড়ি আয়রন ব্রীজ এলাকা থেকে নগরীর পলাশপুরের বাসিন্দা ১৭ মামলার আসামী কালাম এবং তার দুই সহযোগী উজ্জল ও বৌ বাজার এলাকার জাকির হোসেনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ কেজী গাঁজা। 

নগরীর কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে লামছড়ির আয়রন ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে ৬ কেজী গাঁজাসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কালামের বিরুদ্ধে গণধর্ষণ এবং মাদকসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক লোকমান হোসেন।