বরিশালে ২০ হাজার পিস ইয়াবাসহ ২জন আটক

বরিশালে ২০ হাজার পিস ইয়াবাসহ ২জন আটক

বরিশালে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় ২জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
 বুধবার দুপুর আড়াইটায় পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 
গত মঙ্গলবার রাত দেড়টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রাম এবং নগরীর জর্ডন রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের একটি দল গতকাল রাত দেড়টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে অভিযান চালিয়ে মৃত গাজী আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে হাজী মাকসুদুল আলম নান্টুকে (৪২) আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। আটক নান্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের ওই দলটি নগরীর জর্ডন রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযান টের পেয়ে জাহিদ ও সজল নামে ২জন পালিয়ে গেলেও ওই বাসা থেকে তাদের সহযোগী ঝালকাঠীর কাঠালিয়ার আওড়াবুনিয়া গ্রামের কাজী মো. শাহীনের ছেলে ইমদাদুল হক রাজন কাজীকে (২২) আটক করে। ওই বাসা থেকে আরও ১৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক ২জনসহ তাদের সহযোগীসহ ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। 
এদের মধ্যে হাজী মাকসুদুল আলম নান্টু ১৯৯৫ সালে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রী স্মৃতি কনা অপহরণ ও ধর্ষণ মামলায় ১০ বছর কারাভোগ করে। এছাড়াও তার বিরুদ্ধে কোতয়ালী থানায় ৩টি মামলা রয়েছে। এই চক্রের অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।