বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩

টানা ১ মাস পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ ভাগের নিচে নেমেছে। তবে মেডিকেলের করোনা ওয়ার্ডে আবারও রোগী ভর্তি ৩শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৯৪ জন রোগী। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন রোগী। এই সময়ের মধ্যে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ২২ জন পজেটিভ সহ ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছে ২২ জন মুমূর্ষ রোগী। আরও অন্তত ৩০ জন মুমূর্ষ রোগী রয়েছেন আইসিইউ’র অপেক্ষায়। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন পজেটিভসহ ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।
সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩০৫ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের।
গত ২৪ ঘণ্টায় ১৩ জনসহ গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯৩৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫৪ জনের করোনা ছিলো পজেটিভ।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত সোমবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৯৭ ভাগ। এর আগে গত রবিবার রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ছিলো ৪৫.৭৪ ভাগ। টানা এক মাস পর বরিশাল ল্যাবে করোনা শনাক্তের হার ৪০ ভাগের নিচে নেমেছে।
সব শেষ গত ২০ জুন পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ৩৩ ভাগ। এরপর থেকে লাফিয়ে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। গত ৫ জুলাই বরিশালের পিসিআর ল্যাবের ইতিহাসে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।