বরিশালে ২৪ ঘন্টায় ২৩ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা

বরিশালে ২৪ ঘন্টায় ২৩ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা

বরিশালে গত ২৪ ঘন্টায় জনসমাগম, কোয়ারেন্টাইন না মানা, দোকান খোলা রাখা এবং অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও নিত্যপন্য বিক্রির বিরুদ্ধে পরিচালিত ৫টি ভ্রাম্যমাণ আদালত ২৩ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিনামা করেছে। 

সরকারি নির্দেশ বাস্তবায়নে সার্বক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। 

এদিকে, করোনার কারনে জেলার ১০ উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রান মন্ত্রনালয়ের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। আজ শনিবারও ১০ উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস জানান, করোনা সংক্রামন এড়াতে সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। সবাইকে নিজ নিজ ঘরে থাকতে বলেছে। ওষুধ ও মুদি দোকান ব্যতিত সকল দোকানপাট এবং গনপরিবহন বন্ধ রয়েছে। প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এসব নির্দেশনাসহ হ্যান্ড স্যানিটাইজার, জীবন রক্ষাকারী ওষুধ এবং নিত্যপন্যের সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নগরীসহ জেলার ১০ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

তিনি আরও জানান, এসময় ৫টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে ২৩জনকে ৬৫ হাজার ৮০ টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমানণ আদালত জনগনকে নিজ নিজ বাড়ি থাকতে বিভিন্ন প্রচারণা চালায়।

এদিকে, গত দুই দিনের মতো আজকেও করোনার কারনে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং উন্নয়ন সংন্থার সহায়তায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দিচ্ছেন বলে জানান বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।