বরিশালে ৩০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ৩ নারী গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে স্বর্ণের দোকান থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে। আটক শিল্পী নামে অপর নারীকে নিয়ে ওই অভিযান চালায় পুলিশ।
মঙ্গলবার বিকেলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান নিশ্চিত করেছেন। এঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো, ঢাকার কামরাঙ্গির চর এলাকার হাসি বেগম লাকি (৪৫), মগ বাজার এলাকার জোহরা বেগম (৫৫) ও ঝর্ণা বেগম (৪৫)।
জানা যায়, গত সোমবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের স্কুল রোডে অবস্থিত বন্ধন জুয়েলার্স থেকে কৌশলে আনুমানিক ৩০ ভরি স্বর্নালংকার চুরি করে পালিয়ে যায় ৪ নারী।
বন্ধন জুয়েলার্সের মালিক মাসুম বিল্লাহ জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকেয় প্রথমে বোরকা পরিহিত দুজন মহিলা চেইন কেনার কথা বলে তার প্রতিষ্ঠানে আসেন। এর কিছুক্ষণ পরে আরো ২ জন মহিলা আসেন নুপুর কিনতে। সুযোগ বুঝে এদেরই একজন কাউন্টারে নিচে রাখা চেইনের পুরো বক্স হাতিয়ে নেয় এবং পরবর্তীতে সবাই সটকে পরে। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পাশাপাশি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চার নারী স্প্রীডবোর্ট রিজার্ভ নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে যায়। পুলিশ তাদের পেছন নেয়। বরিশাল পৌছে ওই চার নারী বরিশাল থেকে মাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটিও ভাড়া করে। সেখান থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বন্ধন জুয়েলার্স মালিক মাসুম বিল্লাহ বাদি হয়ে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে, সেই মামলায় আটক তিন নারীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, পুলিশ বিষয়টি জানার পূর্বে ওই চার নারী বরিশালে পৌছে যায়। পরবর্তীতে সোর্স লাগিয়ে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ওই ৪ নারীর অবস্থান নিশ্চিত হওয়া যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করা হলেও, স্বর্নালংকার নিয়ে এক নারী পালিয়ে যায়। যাদের সোমবার দিবাগত রাতেই মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
ওসি মো. আবিদুর রহমান আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেন্দিগঞ্জের স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাশাপাশি এরা আগে তারা ভোলা জেলাতে একইভাবে একটি স্বর্ণের দোকানে কৌশলে চুরি সংগঠিত করেছে বলে জানা গেছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি চক্রের জড়িত অন্য সদস্য ও খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।