বরিশালে ৪ জুন করোনা শনাক্ত ৬৪ জন

বরিশালে ৪ জুন করোনা শনাক্ত ৬৪ জন

বৃহস্পতিবার ০৪ জুন বরিশাল জেলায় করোনা  আক্রান্ত হয়েছে ৬৪ জন । এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্ত ৫৩২ জন। নতুন করে সুস্থ হয়েছে ০১ জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫৫ জন।

বৃহস্পতিবার (০৪ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী উজিরপুর উপজেলার ০২ জন, গৌরনদী উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১১ জন, পুলিশ পরিবারের ০২ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক, ০৩ জন নার্স ও ০১ জন স্টাফসহ ০৫ জন, শেবাচিম হাসপাতালের নার্সের পরিবারের ০২ জন সদস্য, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সাগরদী, রুপাতলি, কাউনিয়া ও বাংলাবাজার এলাকার ০৫ জন করে ২০ জন, আমানতগঞ্জ,আলেকান্দা,  ও আমতলার মোড় এলাকার ০২ জন করে ০৬ জন, চৌমাথা, এমবি স্কুল মোড়, ধান গবেষনা মোড়, কলেজ রোড, বগুড়া রোড, ফকির বাড়ি, কমিশনার অফিস, কাঠপট্টি, ভিআইপি রোড, মুসলিম গোরস্থান রোড, কাশিপুর, ১০ এপিবিএন, ল কলেজ রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ১৩ জন,   সদর উপজেলাধীন শায়েস্তাবাদ ও দিনারের পুল এলাকার ০১ জন করে ০২ জন  করে মোট ৬৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আজকের রোগীদের মধ্যে ১২-৬২ বছর বয়সী রোগী রয়েছেন।  এ নিয়ে জেলায় মোট ৫৩২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৬৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে ।