বরিশালে ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

বরিশালে ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও শোকাবহ আগষ্ট উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে  বৃহস্পতিবার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে নগরীর ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিবুর রহমান পনু ।

সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টুর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৈয়দ আনিসুর রহমান, মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব,মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টের নিহত শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।