বরিশালে ৪৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি ,ছাগল ও সেলাই মেশিন বিতরণ

বরিশালে ৪৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি ,ছাগল ও সেলাই মেশিন বিতরণ

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ৪৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি, ছাগল ও সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ শ্লোগান নিয়ে জেলা প্রশাসন বরিশালের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় ওই সহযোগিতা দেওয়া হয়।

বুধবার দুপুরে সার্কিট হাউজ চত্ত্বরে অসহায়দের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এ সময় সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদার এবং প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ৪৪ জন নারী-পুরুষ ভবঘুরে ও ভিক্ষুকের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়। ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকের মধ্যে ২২ জন নারী ও ২২ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধী।