বরিশালে ৯ কেজি গাঁজাসহ আটক ৩ জন কারাগারে

বরিশালে ৯ কেজি গাঁজাসহ আটক ৩ জন কারাগারে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নগরীর বিমানবন্দর থানা পুলিশের একটি দল ৩০ নম্বর ওয়ার্ডের সেতু বন্ধন ক্লাব চৌরাস্তা কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. শুভ মিয়া (২২) ও মো. মেহেদী শেখ হীরাকে (৩২) আটক করে। 

এদিকে বিএমপি’র গোয়েন্দা শাখার সদস্যরা একই দিন নগরীর কাউয়ারচর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে 
কাজী রাকিবকে (২১) ৩ কেজি গাঁজাসহ আটক করে। 

আটক ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।