বরিশালে “উইশ” এর উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বরিশালে “উইশ” এর উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় উইশ ( উইমেন ইন দ্যা সোশ্যাল হ্যাভেন) এর উদ্যোগে নগরের বানী মন্দির সরকারী প্রাথমিক স্কুল প্রাঙ্গনে ৫০ টি অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসান মুরাদ চৌধুরী । এরপর স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পাপড়ি রহমান এরপর আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কানিজ ফাতেমা ( লিসা ইউসুফ) এবং ট্রেজারার ফারহানা বিনতে কবির। এছাড়াও উপস্থিতি অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ। এরকম আয়োজনে থাকতে পেরে খুশি অতিথিরা। আগামীতের এরকম আয়োজনের প্রত্যাশা তাদের।
এসময় উপস্থিত ছিলেন সুরভি গ্রুপ অব কোম্পানির পরিচালক রিয়াজ - উল - কবির, সমাজ সেবা অধিদপ্তের উপ পরিচালক আক্তারুজ্জামান মামুন, সহকারী পরিচালক জাবির আহমেদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোঃ জামাল হোসেন, সমাজসেবক রিয়াজ মাতুব্বর হীরা সহ উইমেন ইন দ্যা সোশ্যাল হ্যাভেন এর সদ্যসরা।
ঈদের উপহার সামগ্রী হিসাবে ছিলো পোলাউর চাল , সয়াবিন তেল, পিয়াজ, আলু , সেমাই, দুধ, চিনি,মসলা ও মুরগী ইত্যাদি। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানিয়েছেন উইশ ( উইমেন ইন দ্যা সোশ্যাল হ্যাভেন) সভাপতি ও সংগঠনের সদ্যসরা। একই সাথে নারীদের স্বনির্ভর করে তোলাই উইশ ( উইমেন ইন দ্যা সোশ্যাল হ্যাভেন) অন্যতম মূল উদ্দেশ্যও বলে জানান তারা।