বরিশালের আভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে বরিশালের আভ্যন্তরীণ রুটে সবধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলায় ওই সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার ওই ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন,। বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরি আবহাওয়াও বিবরাজ করছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বরিশাল অঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।