বরিশালের কীর্তনখোলায় ট্রলারডুবি

বরিশালের কীর্তনখোলা নদীতে নারী ও শিশুসহ ১২ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে নদীতে থাকা অন্যান্য ট্রলার এবং পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার তৎপরতায় প্রাণে বেঁচে গেছে সবাই।
রবিবার দুপুরে বরিশালের বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কীর্তনখোলা নদী কিছুটা উত্তাল ছিল। এরমধ্যে কাঠের তৈরি ছোট ওই ট্রলারটি ১২ জন মানুষ নিয়ে চরমোনাই খেয়াঘাট থেকে বরিশালের বেলতলা খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। পথেমধ্যে বেলতলা মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার সময় বেলতলা খেয়াঘাটে দায়িত্ব পালন করছিলেন কাউনিয়া থানার এএসআই বদরুল ইসলাম।
তিনি স্পিডবোট ও ট্রলার নিয়ে দ্রুত মাঝ নদীতে পৌঁছে যান। নদীতে থাকা অন্যান্য ট্রলারও এগিয়ে আসে উদ্ধার তৎপরতায়। তাদের তৎপরতায় বেঁচে যায় ১২ যাত্রীর প্রাণ।
এএসআই বদরুল ইসলাম জানান, প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ট্রলারটি মাঝপথে ডুবে যায়। কোনো চিন্তা না করে তাৎক্ষণিক ঘাটে থাকা অপর দুটি ট্রলারের সাহায্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ট্রলারে ৪ শিশু, ২ নারী ও ৬ জন পুরুষ ছিলেন। সবাইকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ নারী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। অন্যরা সুস্থ ও স্বাভাবিক ছিল বলে জানান তিনি।