বরিশালের টানা তৃতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৬ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৪ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে ৬ খেলা শেষে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠলো সাকিবের বরিশাল। অন্যদিকে ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে চট্টগ্রাম।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাট করতে নামে সাকিব আল হাসানের বরিশাল। নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকেতেই ১৪৯ রান গুটিয়ে যায় বরিশালের ইনিংস। জবাব দিতে নেমে ১৩৫ রান অলআউট হয়ে যায় নাঈম ইসলামের দল।
টস জিতে আগে ব্যাট করতে নামা বরিশালের শুরুটা ভালো হয়নি। ২ বলে ১ রান করে আউট হয়ে যান ওপেনার মুনিম শাহরিয়ার। ১৯ বলে ২৫ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। তিনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত ২৯ বলে ২৮ রান করে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফেরেন সাজঘরে।
এরপর বরিশালের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। তিন ছয় ও তিন চারে ৩১ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষদিকে বরিশালের ইনিংসে আঘাত হানেন এবারের বিপিএলে হ্যাট্রিক করা মৃত্যুঞ্জয় চৌধুরী। এই পেসারের বোলিং তোপে ১৪৯ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ২ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
বরিশালের করা রানের জবাব দিতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় চট্টগ্রাম। ইনিংসের শুরুতেই শূন্য হাতে ফিরে যান আগের দুই ম্যাচে ফিফটি হাঁকানো উইল জ্যাকস। ৩২ বলে ৩৯ রান করে সাকিবের বলে বোল্ড হন আরেক ওপেনার আফিফ হোসেন। তিন নাম্বারে খেলতে নামা শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ৩০ বলে ২৯ রান।
এই দুজনের বিদায়ের পর দ্রুতই শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তবে শেষদিকে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তাতে কাজ হয়নি। বরিশালের পক্ষে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন মুজিব উর রহমান। ৩ উইকেট পান অধিনায়ক সাকিবও, তিনি ৪ ওভারে দেন ২৩ রান। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৪৯/১০, ১৯.১ ওভার (সাকিব ৫০, শান্ত ২৮, মৃত্যুঞ্জয় ৪/১২)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩৫/৯, ১৯.৪ ওভার (আফিফ ৩৯, শামিম ২৯, মুজিব ৩/৯, সাকিব ৩/২৩)।