বরিশালের ডা. আনোয়ার হোসেন মারা গেছেন

বরিশাল নগরের রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডা. আনোয়ার হোসেন ঢাকা চিকিৎসাধীন াবস্থায় মারা গেছেন। তিনি করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, গত সোমবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশালের একটি হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। দুপুরের পরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শ্বাসকষ্টসহ করোনা রোগের উপসর্গ দেখা দেয়। এরপরই বিকেলে তাকে এয়ারঅ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়। প্রথমে তাকে ঢাকার এ্যাপোলো হসপিটালে ভর্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান।
বরিশালের রাহাত আনোয়ার হাসপাতাল সূত্র জানায়, ক’দিন আগে রাহাত আনোয়ার হাসপাতালের দুই কর্মী করোনা আক্রান্ত হন। এরপর গত রোববার সকাল থেকে হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন অসুস্থবোধ করেন। এই করোনাযোদ্ধার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সকল উপসর্গ থাকলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বশীলদের কেউ মিডিয়ার কাছে মুখ খুলতে চাইছেন না।
উল্লেখ্য, করোনা সংক্রমণের মধ্যেও গত কয়েক মাস ধরে অবিরাম চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এই করোনা যোদ্ধা।