বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ আক্টোবর শনিবার সকাল ১০টায়  বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার সঞ্চলনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীক্ষন কমিটির আহবায়ক,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস,বরিশাল-২ আসনের এমপি মোঃ শাহে আলম,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান,সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার (মিরা),পৌর মেয়র এ্যাড.সুভাষ চন্দ্র শীল সহ অন্যান্যে নেতৃবৃন্দ।


প্রসঙ্গত দীর্ঘ এক দশক পরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এ উপজেলায় সর্বশেষ ২০১২ সালের ১৪ মে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সংগঠন বিরোধী কর্মকান্ডে ইতিপুর্বে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত জিয়াউল হক মিন্টু, মোস্তাফিজুর  রহমান মাসুম,হাবিবুর রহমান খলিফা,মোঃ সাইদুর রহমান সাঈদ সহ ১৩ নেতাকর্মীর বহিস্কার আদেশ অনুিষ্ঠত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যাহার করা হয়েছে।