বরিশালের বিভাগীয় উদ্যোক্তা হাবের সাথে ঝালকাঠির উদ্যোক্তাদের মিলন মেলা

বরিশালের বিভাগীয় উদ্যোক্তা হাবের সাথে ঝালকাঠির উদ্যোক্তাদের মিলন মেলা

আজ ৫ জানুয়ারি ( বুধবার) বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব উদ্যোগে ও ঝালকাঠি জেলা উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় চলছে  অফলাইন উদ্যোক্তা ভেরিফিকেশন ও মিটআপ অনুষ্ঠান। মুজিব শতবর্ষ বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সামিট ২০২০ কে সামনে রেখে এবং উদ্যোক্তা ও ক্রেতাদের  শতভাগ নিশ্চিত করতে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের এই আয়োজন। আয়োজন থাকছে উদ্যোক্তা ভেরিফিকেশন, মুজিব শতবর্ষ বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সামিট ২০২০ এর রেজিস্ট্রেশন ও সেলফ ব্রান্ডিং সেশন।  

এভাবেই বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব পৌছে যাবো বরিশাল বিভাগের প্রতিটা জেলায়। অফলাইন উদ্যোক্তা ভেরিফিকেশন ও মিটআপ অনুষ্ঠানে আছে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর  সহযোদ্ধারা এবং ঝালকাঠি জেলা উদ্যোক্তা পরিবারের এডমিন প্যানেল সহ অসংখ্য উদ্যোক্তাবৃন্দ। 

মিডিয়া পার্টনার হিসাবে সাথে আছে দৈনিক ভোরের আলো ।