বরিশালের রুপাতলীতে ট্রাক চাপায় মৃত্যু

বরিশালের রুপাতলীতে ট্রাক চাপায় মৃত্যু

বরিশাল নগরীর রুপাতলি থেকে ব্রিজে যাওয়ার আগে কাঁঠালতলায় ট্রাকের নিচে চাপা পরে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৪.৪৫ মিনিটে  ওই ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তির নাম মিজান (৩৫) পিতার নাম আব্দুর রহমান। স্থায়ী ঠিকানা বাউফল।

ঘটনা স্থানে থাকা ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন ভোরের আলোকে জানান, ওই ব্যক্তিকে ফায়ারসার্ভিস এর এ্যাম্বুলেন্সে উঠিয়ে শেরে-ই বাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় এবং ঘটনাটি ঘটিয়েছে মাহফুজ খানের রাস্তার কাজে ব্যবহার হওয়া ট্রাক।