বরিশালের সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক-কর্মচারীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

৯ মাসের বকেয়া বেতন পরিশোধ, ৮ ঘন্টা শ্রমঘন্টা নির্ধারণ, শ্রম আইন অনুযায়ি মজুরী স্কেল প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সোনারগাঁও টেক্সটাইলস শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক গাজী মো. বেল্লাল হোসেনসহ অন্যান্যরা।
সমাবেশে আজ ১৭ আগস্টের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ ৬ দফা দাবি পূরণ না হলে ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালনের হুশিয়ারী দেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা।