বরিশালের ৩ জেলায় ১০০০ স্যালাইন বিতরণ

বরিশালের ৩ জেলায় ১০০০ স্যালাইন বিতরণ

বরিশাল বিভাগের ৩ জেলায় ডায়রিয়া রোগীদের মাঝে বিতরণের জন্য ১ হাজার আইভি স্যালাইন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের উদ্যোগে অপসো স্যালাইন লিমিটেডের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

এসময় বিভাগীয় কমিশনার ছাড়াও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বিভাগের পিরোজপুর জেলার জন্য ২০০ পিস, বরগুনার জন্য ২০০ পিস এবং বরিশাল জেলার জন্য ৬০০ পিস আইভি স্যালাইন ডায়রিয়া রোগীদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করেন।