বরিশাল জেলার ৪৩টি গ্রামের কয়েক হাজার পরিবার আজ মঙ্গলবার আগাম ঈদুল ফিতর পালন করছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।
পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সাথে তাল মিলিয়ে এরা যাবতীয় ধর্মীয় আচার পালন করেন।
বরিশাল বিভাগে এই সম্প্রদায়ের ৭৫টি মসজিদ রয়েছে। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নম্বর ওয়ার্ডের তাজকাঠী শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে আজ সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বরিশাল নগরীর ৩টি এলাকা এবং জেলার ৪০টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপন করছেন চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা।