বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবি পটুয়াখালীতে

বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবি পটুয়াখালীতে

বসুন্ধরা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক(এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারসহ তাদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে।

৭ নভেম্বর রবিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি জালাল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালের কণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেল। স্বগত বক্তব্য রাখেন, টিভি চ্যানেল নিউজ ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চয় দাস লিটু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিটিভির পটুয়াখালী প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি কাজল বরণ দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইনডেপেনডেন্ড এবং দৈনিক জনকণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি মোখলেছুর রহমান, বৈশাখী টেলিভিশন ও যায়যায়দিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফ এবং বাংলা নিউজ ২৪ডট কমের পটুয়াখালী প্রতিনিধি জহিরুল ইসলাম ,দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আতিকুল আলম সোহেল প্রমুখ।