বাঁধ রক্ষা ও সংস্কারে জেলা প্রশাসকদের সক্রিয় থাকতে নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, অনেক স্থানে বাঁধ ভেঙে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে এর সংস্কার সম্ভব নয়। তবে ফেনীতে পানি কমে যাওয়ায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাহিদ ফারুক বলেন, বর্ষা প্রাকৃতিক। পৃথিবীর আবহাওয়াতে একটা পরিবর্তন এসেছে চায়না-আমেরিকায় নদী ডুবে গেছে। এটা আবহাওয়াজনিত কারণ। এখানে কিছু করা যাবে না। তবে যতখানি সম্ভব আমাদের এটি ঠেকাতে হবে। ড্রেজিং করে নদীতে নাব্যতা আনলে এটা কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন- পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম