বাংলাদেশ উন্নতি করুক অনেক দেশ চায় না

বাংলাদেশ উন্নতি করুক অনেক দেশ চায় না

বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক চক্রান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক, অনেকে এটা চায় না।

বুধবার (১২ এপ্রিল) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা যেন অব্যাহত থাকে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হবে জাতীয় ও আন্তর্জাতিকভাবেও হবে। কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক, অনেকে তো এটা চায় না। কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে। ’