বাংলাদেশ বেতারসহ ঐহিত্যবাহী স্থানসমূহ পরিদর্শনে মার্কিন রাস্ট্রদূত

বাংলাদেশ বেতারসহ ঐহিত্যবাহী স্থানসমূহ পরিদর্শনে মার্কিন রাস্ট্রদূত
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রসহ বরিশালেরর ঐতিহ্যবাহী স্থানসমূহ পরিদর্শন করেছেন মার্কিন রাাস্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বরিশালে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত। গতকাল বুধবার বিকেলে তিনি বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের মিয়া বাড়ি মোঘল আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। মসজিদ পরিদর্শন করে মুগ্ধ মার্কিন রাস্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের বলেন, এ দেশের সকল ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম ধারন ও লালন করবে। এর আগে গতকাল সকাল সাড়ে ৯টায় তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবনে তার সাথে সাক্ষাত, বেলা ১১টায় ঝালকাঠি জেলার ভিমরুলীতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন বেলাা সাড়ে ১১টায় বাংলাদেশ বেতার, বরিশাল আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাস্ট্রদূত মিলার। রাষ্ট্রদূত বরিশাল বেতার কেন্দ্রে পৌছানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেতার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক প্রকৌশলীসহ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলীবৃন্দ। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। কেন্দ্রের দাায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মু. আনসার উদ্দিন বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বরিশাল বেতারে এক বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন। এসময় তিনি বাংলাদেশ বেতারের শিল্পীদের গান শুনে মুগ্ধ হন। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনও তিনি কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। এরপর বেলা ১১টায় বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। গত মঙ্গলবার দুপুর দেড়টায় নৌপথে বরিশাল আসেন মার্কিন রাস্ট্রদূত। ওই দিন বিকেলে তিনি বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির সাথে মতবিনিময় করেন।