বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের জাতীয় শোক দিবসে স্মরণ সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা আন্দোলনের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধায় পালিত হলো বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের জাতীয় শোক দিবস।
শনিবার ২৯ আগস্ট সকাল ১১.০০ ঘটিকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয় অডিটোরিয়াম এ অনুষ্টিত স্মরণ সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সহ বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ অনুষ্টিত স্মরণ সভায় সংগঠনের পক্ষ থেকে শোক প্রস্তাব করেন কার্যকরি সভাপতি শামসুন নাহার এমপি, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দা রোকেয়া অফসারী শিখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।