বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকদের বিরোধ এড়ানোর পরামর্শ বিএসএফের

বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা প্রশমনে শনিবার (১৯ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর সীমান্তে দু’দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ এবং আমগাছ কাটাকে কেন্দ্র করে এ বৈঠক আয়োজন করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, “শনিবার দুপুরে শূন্যরেখার কাছে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয়দের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ভারতীয়রা বাংলাদেশের জমিতে ঢুকে আমগাছ কেটে দেয় এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।”
তিনি আরও জানান, “আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছি। পতাকা বৈঠকে বিএসএফ আমগাছ কাটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছে। তবে, উত্তেজনা প্রশমনে আমরা প্রস্তুত এবং স্থানীয় জনগণ আমাদের পাশে আছে।”
বিএসএফ সাউথ বেঙ্গল ইউনিট জানিয়েছে, সীমান্তে উত্তেজনা এড়াতে ভারতীয় কৃষকদের বিরোধ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, সংঘর্ষ নিয়ন্ত্রণে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল বলে অভিযোগ করেন লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, “সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আমি এ বিষয়ে বিজিবির মহাপরিচালককে জানিয়েছি এবং আশা করি উভয় পক্ষের সদর দফতরে উচ্চপর্যায়ের আলোচনা হবে।”
বিজিবি ও বিএসএফ সমন্বয় জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় জনগণকে শান্ত রাখতে উভয় পক্ষ জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই বাহিনীর মধ্যে নিয়মিত আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।