বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্বে রাজিন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্বে রাজিন

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ। 

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস।

তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানরা। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হবে ৫ মার্চ থেকে।

একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাবে টাইগাররা। তবে এই সফরে যাবেন না রাজিন। জালাল ইউনুস জানান, ‘সে (রাজিন) দ. আফ্রিকা সফরে যাবে না। ওই সময় ঢাকা প্রিমিয়ার লিগ রয়েছে। দেশের ঐতিহ্যবাহী ঢাকা ভিত্তিক টুর্নামেন্টটির সূচি শুরু হবে ১৫ মার্চ থেকে। রাজিন এই প্রতিযাগিতায় কোচিং দলে থাকবেন।’

এর আগে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান বাবুল। দ. আফ্রিকার রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বিসিবি দায়িত্ব তুলে দেন স্থানীয় অভিজ্ঞ এই কোচের হাতে।

২০১৮ সালের জুলাইয়ে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পান কুক। কিন্তু গত বছর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণে চাকরি হারান তিনি।

গুঞ্জন চলছে, বাংলাদেশের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে সামনে দিকে আছেন ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান শেন ম্যাকডরমেট। দ. আফ্রিকার বিপক্ষে মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজের সময় তাকে দেখা যেতে পারে টাইগারদের কোচিং দলে।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। চার ভেন্যুতে হবে সিরিজের সবকয়টা ম্যাচ।

বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন জাতীয় দলে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ২৪ টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ৩৮ বছর বয়সী সাবেক এই ব্যাটার শুরু করেন কোচিং ক্যারিয়ার। নিজের সময়ের সেরা ফিল্ডারদের একজন ছিলেন তিনি। 


পিআর/ডিআর