বাংলাদেশের ২৩ তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দকে ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান

বাংলাদেশের ২৩ জন তরুণ রাজনৈতিক নেতাকে ঢাকায় আয়োজিত একটি গ্রাজুয়েশন অনুষ্ঠানে ফেলোশিপ অ্যাওয়ার্ড দিয়েছে ইউএসএআইডি। ফেলোশিপ অর্জনকৃত তরুণরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির রাজনীতিবিদ।
আয়োজন করে।
গত রোববার ঢাকায় অনুষ্ঠিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) বাস্তবায়িত ইউএসএআইডি’র যৌথ কার্যক্রম স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রজেক্ট ওই ফেলোশি অ্যাওয়ার্ড প্রদান করে।
গ্রাজুয়েশনকৃত ফেলোরা রাজনৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সহনশীলতার বিভিন্ন পরিপ্রেক্ষিত নিয়ে আয়োজিত একটি চার মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ করেন। সেই সঙ্গে তাঁরা তৃণমূলে বহুদলীয় উদ্যোগে স্থানীয় সমস্যা সমাধানে যৌথভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেন। এই তরুণ নেতৃবৃন্দ ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের ১৫তম ব্যাচের ফেলো। এই অনুষ্ঠান ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং ইউকে’র ফরেন, কমনওয়েলথ, অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সহায়তায় এবং ডিআই-এর বাস্তবায়নে সম্পন্ন হয়েছে। এই ২৩ জন তরুণ নেতাসহ এ পর্যন্ত ৩৭৪ ফেলো এই প্রোগ্রামের আওতায় গ্রাজুয়েশন অর্জন করেছেন।
এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স; জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মোহাম্মদ রাজু, বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর র্যানডি আলী এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশে আরও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে নেতৃবৃন্দ রাজনৈতিক দলে তরুণ নেতৃত্বের ক্ষমতায়নে তাঁদের আন্তরিক সমর্থনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, ‘ফেলোশিপ প্রোগ্রাম চলাকালীন আপনারা দল- মতের উর্ধে উঠে নিজেদের মধ্যকার সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছেন, নাগরিকদের অগ্রাধিকারভিত্তিক ইস্যু নিয়ে সম্মিলিত উদ্যোগে কাজ করেছেন, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে উপলব্ধি করেছেন, আপনারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী, শত্রুনন’।
ইউএসএআইডি সম্পর্কে: ১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশকে ৮০০ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। শুধু গত বছরই ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় ২০ কোটি ডলার প্রদান করেছে। ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে; গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন, এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।
ইউকেএইড সম্পর্কে: যুক্তরাজ্য বিভিন্ন দেশে সুনির্দিষ্ট কার্যক্রমে সহায়তা প্রদান এবং গণতন্ত্র সহায়ক আন্তর্জাতিক পরিবেশ তৈরিতে অবদান রাখার মাধ্যমে সারা বিশ্বে গণতন্ত্রের জন্য কাজ করছে। তারা বিভিন্ন আঞ্চলিক সংগঠনের (ইইউ, এএইড, ওএসসিই, দি কাউন্সিল অব ইউরোপ এন্ড দি কমনওয়েলথ) গণতন্ত্র বিষয়ক কাজকে বেগবান করতে ভূমিকা রাখছে।