বাইডেনের শরীরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার (১১ জানুয়ারি) তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর নিয়ম অনুযায়ী তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন। খবর সিএনএন'র।
জনগণকে উৎসাহিত করতে প্রথম ডোজের ধারাবাহিকতায় এবারও সরাসরি টিভি ক্যামেরার সামনে টিকা নিয়েছেন ৭৮ বছর বয়সী বাইডেন। পরে তিনি গণমাধ্যমে বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে ভ্যাকসিন তুলে দেওয়া। আর এটা যেন আমরা দ্রুততার সঙ্গে করতে পারি।
গত ২১ ডিসেম্বর ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। নিজে ভ্যাকসিন নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও নিতে আহ্বান জানান তিনি।
ভোরের আলো/ভিঅ/১৩/০১/২০২১