বাউফলে গাঁজাসহ একজন আটক

পটুয়াখালীর বাউফলে গাঁজাসহ আরিফ গাজীকে (২৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী বাজার সংলগ্ন ব্রিজ এলাকা থেকে গাঁজাসহ আরিফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিশুরী পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ কালিশুরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফ গাজীকে চার কেজি গাঁজাসহ আটক করা হয়।
বাউফল থানার ওসি আল মামুন জানান, মাদক মামলায় আরিফ গাজীকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।