বাকেরগঞ্জে পূত্র বধুর হাতে শাশুড়ী খুন

বরিশালের বাকেরগঞ্জে পূত্র বধুর হাতে শাশুড়ী খুন হয়েছে। হত্যা কান্ডের পালিয়ে গেলেও পুলিশ তিন ঘন্টা পর পূত্র বধূ লাবন্য আক্তার (২১) কে গ্রেপ্তার করেছে। নিহত নাজনিন বেগম রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত হানিফ হাওলাদারের স্ত্রী।
বুধবার ১১ এপ্রিল রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে ওই হত্যা কান্ডের ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত হানিফ হাওলাদার এর বড় ছেলে উজ্জ্বল হাওলাদার এর স্ত্রী লাবন্য আক্তার তার মায়ের সাথে গ্রামের বাড়িতে বসবাস করতো। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। উজ্জল ও তার ছোট ভাই মো. রাজু হাওলাদার ঈদ শেষে ১০ এপ্রিল ঢাকায় কর্মস্থলে যাওয়ার পরদিন ১১ তারিখ রাতে ওই হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহতের ভাশুর মো. কালাম হাওলাদার জানান, বুধবার রাত সাড়ে নয়টায় উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছেন না। ঘরে গিয়ে তার মায়ের খোঁজ নিতে বলেন। তিনি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পিছনের খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে চৌকির পাশে মশারীতে প্যাচানো রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।