ভূমি জরিপ কর্মকর্তাদের কাছে চাঁদা না পেয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ৩০ধারার ভূমি জরিপ কার্যক্রমের য়ায় সার্ভেয়ার ও সেটেলমেন্ট কর্মকর্তাদের রুমে আটকিয়ে পিটিয়েছে স্থানীয় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী। এঘটনায় বরিশাল ভূমি অফিসের নির্দেশে তাৎক্ষণিক জরিপ কার্যক্রম গুটিয়ে নিয়ে এলাকা ছেড়েছে কর্মকর্তারা।
ভূমি জরিপ কার্যক্রম বন্ধহয়ে যাওয়া এলাকার সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে হতাশা।
সূত্রে জানাযায়, শেখ হাসিনা সেনানিবাসের এরিয়া বর্ধন কাজের লক্ষ্যে ও এলাকার সাধারন মানুষের দূরর্ভোগ লাঘবে চলতি বছরের মে মাসে শুরু হয় ৩০ধারায় ভূমি জরিপ কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় ভরপাশা ইউনিয়ন পরিষদে সরকারি ভাবে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি কক্ষে কার্যক্রম শুরু করে ভূমি কর্মকর্তারা।
উক্ত এলাকায় প্রায় সাড়ে ৮হাজার মামলা নিষ্পিত্তিতে কার্যক্রম শুরু হওয়ার কিছুদিনের মধ্যে স্থানীয় ইউনিয়ন চ্যেয়ারম্যান আসাদ খার নামধারী কিছু সন্ত্রাসী নিয়াজ, দুলাল, কাইউম, রেজাউল শরীফের নেতৃত্ব চাঁদা দাবি করে।
এ এলাকার জরিপ কার্যক্রমে সাধারন জনগনের মামলা নিষ্পত্তিসহ আদালতী কার্যক্রম একই স্থানে হওয়ায় দূত এগোতে থাকে ৩০ধারার কার্যক্রম। যাতে করে চেয়ারম্যান বাহিনী প্রতিনিয়ত চাঁদা দাবি করে সরকারী কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে।
তারই ধারাবাহিকতার গত সোমবার চাঁদা দিতে অস্কীকার করে সার্ভেয়াররা। এসময় ক্ষিপ্ত হয়ে নিয়াজ, দুলাল, কাইউম, রেজাউল শরীফ সহ স্থানীয় প্রায় ১০/১৫ জন সার্ভেয়ার ও অফিসারদের এলোপাথারী মারধরকরে। ভরপাশা ইউনিয়নের ২৫নং মৌজায় পেশকার ফরিদ হাওলাদার জানায় এলাকার সরকারী কাজে আমাদের প্রাই বাধা দিতো এসব সন্ত্রাসী বাহিনী। আমাদের কাছে বিভিন্ন সময় নানা অজুহাতে চাঁদ চাইতো। অন্যথায় জরিপ কাজ করতে দিবে না মর্মে দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছে। দাবি পূরন না করায় আমাদের উপর আদালত চলাকালিন সময় তারা অতর্কিত ভাবে হামলা চালিয়েছে। এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
সূত্রে আরো জানাযায়, এঘটনার পরপরই সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তারা ৩০ধারার সকল কার্যক্রম বন্ধকরে দিয়ে এলাকা ত্যাগ করেছে কর্মকর্তারা।
এ বিষয়ে ভরপাশা ইউনিয় চেয়ারম্যান আসাদ খানের সাথে কথা বলল্লে তিনি জানায় আমার কোন বাহিনী নেই এবং আমি কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেইনা। যদিও কেউ আমরা নাম করে এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে আইননুগত ব্যবস্থা গ্রহণের অহ্বান জনান তিনি।